প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যাকে বাংলা চলচ্চিত্র জগতের আইকন বলা চলে। আজও নতুন প্রজন্মের প্রতিভাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করছেন তিনি। এবার বাবার দেখানো পথেই এগোলেন ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়।
কিছুদিন ধরেই শুনতে পাওয়া যাচ্ছিল, সিনেমায় হাতেখড়ি হচ্ছে প্রসেনজিৎ-পুত্রের। কিন্তু এ নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে পুজোর মাঝেই প্রকাশ্যে এল তৃষাণজিৎ এর নতুন প্রজেক্ট সম্পর্কে বেশ কিছু তথ্য। তবে বাংলা নয় হিন্দি চলচ্চিত্র জগতে পদার্পণ করছেন প্রসেনজিৎ-পুত্র তৃষাণজিৎ।
ঘনিষ্ঠ সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে চলতি বছর থেকেই শুরু হয়ে যাবে ছবির শ্যুটিং। এই সিনেমায় শুধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছেলে নয়, থাকছেন প্রসেনজিতের বোন সম্ভাবী চট্টোপাধ্যায়ও। ছবি সম্পর্কে আর কিছু জানা না গেলেও প্রকাশ্যে এসেছে ছবির নাম। তৃষাণজিৎ অভিনীত ছবির নাম ‘অগ্নিযুগ দ্যা ফায়ার’।
মিশুক ওরফে তৃষাণজিৎ এর জীবনে এই বিশাল বড় পদক্ষেপ উপলক্ষে দাদু বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এই বছর দুর্গাপূজায় বিশাল যজ্ঞের আয়োজনও করেন। প্রতি বছরই মুম্বইয়ের পুজোয় অংশ নেন প্রসেনজিৎ-অর্পিতা। নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু দেখাশোনা করেন তিনি। এবছর বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পুজোয় উপস্থিত থাকতে দেখা যায় পরিচালক রাকেশ রোশনকে।
View this post on Instagram