বাবা’র পথেই হাঁটছেন তৃষাণজিৎ! এবার অভিনয় জগতে পা রাখছেন প্রসেনজিৎ-পুত্র

প্রসেনজিৎ-পুত্র

বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা ইন্ডাস্ট্রির রাজা। সেখানে তার ছেলে তৃষাণজিৎ কোন পেশায় পা রাখবেন সেটা নিয়েই নজর ছিল নেটিজেনদের। আগে বিদেশে পড়াশুনোর জন্য থাকলেও বর্তমানে মিশুক (প্রসেনজিৎ-পুত্র) কলকাতায় ফিরে এসেছে।

মাঝেমধ্যেই তাকে কোনও ইভেন্টে বাবার সাথে দেখা যায়। তবে তৃষাণজিৎকে পর্দায় দেখা যাবে কিনা সেটা সন্দেহ ছিল কারণ বহু আগে এক সাক্ষাৎকারে বুম্বাদা জানিয়েছিলেন তার ছেলের ফুটবলের প্রতি বেশি আগ্রহ অভিনয়ের থেকে। তাই তৃষাণজিৎ যদি সেটা পেশা হিসাবে বেছে নেয় তাহলে একজন বাবা হিসাবে সমর্থন করবেন এবং ছেলের পাশে দাঁড়াবেন।

তবে তেমনটা হল না বরং বাবার পথেই এবার হাঁটতে চলেছে তৃষাণজিৎ। খুব শীঘ্রই তাকে বড়পর্দায় দেখা যাবে। হ্যাঁ অভিনয়ে পা রাখছেন প্রসেনজিৎ পুত্র। শোনা যাচ্ছে সব ঠিক থাকলে লতি বছরের শেষে রুপোলি পর্দায় অভিষেক ঘটবে তার। যদিও অফিশিয়ালি প্রসেনজিৎ এবং তৃষাণজিৎ চট্টোপাধ্যায় না জানালেও এই খবর এখন জোর চর্চায়।