একসময় বাংলা ইন্ডাস্ট্রির হিট জুটি ছিল দেবশ্রী-প্রসেনজিৎ। একসঙ্গে জুটি বেঁধে তারা অসংখ্য হিট ছবির উপহার দিয়েছেন দর্শকদের। সেখান থেকেই সম্পর্ক গড়ে দুজনের। তারপরে সেই প্রেম গড়ায় বিয়ের মন্ডপ পর্যন্ত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী দেবশ্রী রায়। ১৯৯২ সালে দেবশ্রীর সঙ্গে ঘর বাঁধেন প্রসেনজিৎ।
তবে খুব বেশিদিন একসঙ্গে সুখে সংসার করা হয়নি তাদের। বিয়ের তিন বছর যেতে না যেতেই ভাঙ্গন ধরে তাদের সংসারে। তাদের বিচ্ছেদ নিয়ে বহু জল্পনা শোনা গেলেও স্পষ্ট করে কেউই কখনো এই বিষয়ে মুখ খোলেননি। তবে ডিভোর্সের প্রায় ৩০ বছর পর অবশেষে মুখ খুললেন প্রসেনজিৎ।
বিচ্ছেদের আসল কারণ হিসাবে অভিনেতা দায়ী করেছেন ম্যাচুরিটিকে। প্রসেনজিৎ জানান তাদের এই বিয়েটা যদি আরও ৫ বছর পড়ে হত তাহলে হয়তো সেই দায়িত্ববোধটা থাকতো। অল্প বয়সে বিয়ে করাটাই তাদের ভুল হয়েছে।
দেবশ্রী প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রসেনজিৎ বলেন, ‘সবাই জানতো আমাদের প্রেম, আমাদের ভালবাসার কথা। আমি ভয় পেতাম। লোকে ভাববে আমার ভালবাসাটা বোধহয় জেনুইন ছিল না। আসলে বিয়ের কপালটা আমার খারাপ। এবং প্রত্যেক জায়গায় আমি একটাই কথা বলি যেটাই হয়েছে সেটা আমার দোষ, আমি তাঁকে বুঝতে পারিনি।’
দেবশ্রীর সঙ্গে ডিভোর্স-এর পর প্রসেনজিৎ বিয়ে করেন অপর্ণা গুহ ঠাকুরতাকে। তাদের এক কন্যা সন্তান রয়েছে। কিন্তু সন্তান জন্মের পরই তাদের বিচ্ছেদ হয়। বর্তমানে অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘর বেঁধেছেন অভিনেতা।