শুরুতে সেভাবে সাড়া না ফেলেও ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে জি-বাংলা মেগা ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’। যার মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা আদৃত রায় এবং নবাগতা অভিনেত্রী পারিজাত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার হাত ধরে উঠে আসা এই মেগা দর্শকদের অন্যরকম গল্প উপহার দিচ্ছে।
তবে ছোটপর্দার এই জুটিকে বড়পর্দায় উঠে আসবে আগামীদিনে? অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি আদৃত আর পারিজাতের জুটি নিয়ে তেমনি ইঙ্গিত দিলেন দর্শকদের?
কিছুদিন আগে টিআরপিতে মিত্তির বাড়ি ভালো ফল করায় আনন্দ বাজার অনলাইনে সিরিয়ালে সাফল্যের প্রসঙ্গে সাক্ষাৎকারের মুখোমুখি হয়েছিলেন। বুম্বাদা আনন্দ বাজার অনলাইনকে বলেন, ‘দর্শক এখন আর ধারাবাহিকে কান্না বা শাশুড়ি-বৌমার ঝগড়া দেখতে চান না। সকলেই এখন একটু হালকা কিছু মুহূর্ত দেখতে চান। ‘মিত্তির বাড়ি’তে আমরা সেটাই করতে চাইছি। এই ধারাবাহিকের মাধ্যমে পুরনো দিনের বাংলা ছবির স্বাদ দর্শকের কাছে পৌঁছে দিতে চাইছি। আদৃত এবং পারিজাত নতুন জুটি। ওদের খুব ছোট থেকে চিনি আমি।’
একসময় প্রসেনজিতের ‘গানের ওপারে’, ‘অদ্বিতীয়া’র মতো ধারাবাহিক থেকে নতুন জুটিদের পেয়েছিলেন রুপোলী পর্দা। ‘মিত্তির বাড়ি’র ক্ষেত্রেও কি একই ঘটনা ঘটতে পারে। আনন্দ বাজার অনলাইনের করা প্রশ্নের উত্তরে বুম্বাদা জানান, গানের ওপারে’ টিম নিয়ে পরবর্তী সময়ে আমি ছবি করেছিলাম। আদৃত-পারিজাতকে নিয়েও তেমন কিছু হতে পারে।’