সাবিত্রী চট্টোপাধ্যায়ের জন্মদিনে আবারও মুখোমুখি প্রসেনজিৎ-দেবশ্রী

প্রসেনজিৎ-দেবশ্রী

গত ২১ ফেব্রুয়ারি, ভাষা দিবসেই ছিল বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের জন্মদিন। এদিন তারকা সমাগমে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হল অভিনেত্রীর জন্মদিন। আর এদিনের অনুষ্ঠানেই একসাথে দেখা মিলল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেবশ্রী রায়ের।

১৯৯২ সালে প্রসেনজিৎ-দেবশ্রী বিবাহবন্ধনে আবদ্ধ হলেও তিন বছরের মাথাতেই বিচ্ছেদ হয় তাদের। এরপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ১৯৯৭ সালে অপর্ণা গুহঠাকুরতাকে বিয়ে করলেও সেই বিয়েও বেশিদিন টেকেনি।

তবে বিচ্ছেদের পরেও মান অভিমান ভুলে আবারও একফ্রেমে প্রসেনজিৎ-দেবশ্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, মমতা শঙ্কর, দোলন রায়, বিশ্বনাথ বসু, আবীর চট্টোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের হাত ধরে কেক কাটেন বর্ষীয়ান অভিনেত্রী।