দীর্ঘ ২৩ বছর পর বড়পর্দায় জুটিতে ফিরছেন প্রসেনজিৎ-চিরঞ্জিত

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

একসময় টলিউড ইন্ডাস্ট্রি তথা দর্শকমহলকে বহু হিট ছবি উপহার দিয়েছিলেন প্রসেনজিৎ- চিরঞ্জিত জুটি। ২০০২ সালে ‘ইনক্লাব’ ছবিতে শেষবারের মত পর্দায় প্রসেনজিৎ-চিরঞ্জিত জুটিকে দেখা গেলেও এরপর দুই নায়ককে একসঙ্গে পর্দায় দেখা যায়নি। অবশেষে আবার পর্দায় দেখা মিলবে প্রসেনজিৎ- চিরঞ্জিত জুটিকে।

জানা যাচ্ছে, চন্দ্রাশিস রায় পরিচালিত ‘বিজয়গড়ের হীরে’ অর্থাৎ কাকাবাবু ফ্রাঞ্চাইজির নতুন ছবিতে প্রসেনজিৎ ও চিরঞ্জিতকে একসাথে দেখা যাবে। এসভিএফ প্রযোজিত এই ছবিতে ফের নতুন রহস্যের সমাধানে আসছেন ‘কাকাবাবু’। কাকাবাবুর চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

‘বিজয়গড়ের হীরে’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তীকে। যদিও ছবিতে নিজের চরিত্র সম্পর্কে কিছুই জানাননি অভিনেতা। এতদিন পর পর্দায় আবারও প্রসেনজিৎ- চিরঞ্জিত জুটি পর্দায় নতুন কি চমক নিয়ে আসে সেটাই দেখার অপেক্ষায় দর্শকমহল।