স্টার জলসার জনপ্রিয় বাংলা ধারাবাহিকের মধ্যে একটি হল ‘গাঁটছড়া’। শুরু থেকেই দর্শকের মন জিতে নিয়েছে এই ধারাবাহিক। টিআরপির লিস্টে অনেকবার টপার হতেও দেখা যায়। যদিও বর্তমানে টিআরপি একটু কমে গিয়েছে।
টিআরপি কম থাকলেও খড়ি-ঋদ্ধির রসায়ন বেশ পছন্দ করেন একাংশ দর্শক। তবে এবার এই ধারাবাহিক ঘিরে রীতিমতো ক্ষেপে উঠেছেন দর্শক। ধারাবাহিকের একটি প্রোমো ঘিরে তীব্র প্রতিবাদের ঝড়।
‘গাঁটছড়া’ ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা গিয়েছে সিংহ রায় পরিবারে পালন করা হচ্ছে সরস্বতী পূজা। এদিন আদিকালি বাজারের বেশ কিছু বাচ্চা খড়ির কাছ থেকে হাতে খড়ি নিতে আসে। তখন তানি জানায়, খড়ি তো নেই তাহলে হাতে খড়ি হবে না। ঠিক সেই সময় হাজির হয় ঈশা। বাচ্চাদের কোলে বসিয়ে ঠাকুরের সামনে স্লেটে লিখে হাতে খড়ি দেওয়ায় বাচ্চাদের। হাতে খড়ি দেওয়ার সময় ঈশাকে ইংরেজি অক্ষর “A” লিখতে দেখা যায়। যা দেখে বেজায় চটেছেন নেটিজেন।
বাঙালির সরস্বতী পুজোয় ইংরেজিতে হাতে খড়ি দেখানো নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ কটাক্ষের শিকার হয় নেটিজেনদের কাছে। কারো মতে ‘বাংলা ধারাবাহিকে এরকম বড় ভুল কীভাবে সম্ভব?”। আবার কেউ লিখেছেন, ’শেষ মেষ ইংরেজি তে হাতে খড়ি,এটাই দেখতে বাকি ছিলো’।