যিশু’র সঙ্গে বিচ্ছেদে হতেই যিশু-নীলাঞ্জনার প্রোডাকশন হাউস থেকে সরে নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন। নাম দিয়েছেন ‘নিনি চিনিজ় মাম্মাজ় প্রোডাকশন’। দুই মেয়ের নাম নিয়েই তার প্রযোজনা সংস্থা।
তবে যিশুকে ঘিরে এবার নতুন পথচলা শুরু করলেন। আরম্ভ করে দিলেন নিজের কাজ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে পুজো হয়েছে। ঠিক শুটিং শুরু হওয়ার আগে যেমন পুজো শুরু হয়।
শোনা যাচ্ছে, ‘নিনি চিনিজ় মাম্মাজ় প্রোডাকশনে’র তরফে রয়েছে বেশ নতুন কিছু পরিকল্পনা। এই প্রযোজনার হাত ধরে নতুন ধারাবাহিকের পরিকল্পনা শুরু করেছেন নীলাঞ্জনা। প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছেন এমনটাই খবর। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।
যিশুকে ভুলে দুই মেয়েকে নিয়েই নিজের জীবন শুরু করার পথে এগোচ্ছেন তিনি।