এবার চুপিসারে সামাজিক বিয়ে সারলেন প্রিয়াঙ্কা-শুভ্রজিৎ? আচমকাই ফাঁস হল বিয়ের ভিডিও

প্রিয়াঙ্কা-শুভ্রজিৎ

টেলি পাড়ায় একাধিক বিয়ের খবরের পাশে আচমকাই ফাঁস হল অভিনেতা শুভ্রজিৎ সাহা এবং খড়কুটো খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্রের বিয়ের ছবি। তাহলে কি চুপিসারে বিয়ে সারলেন তারা?

গত বছর অক্টোবর মাসে আইনি মতে বিয়ে সারলেন প্রিয়াঙ্কা-শুভ্রজিৎ। প্রাক্তন সায়ন্ত মোদকের সাথে প্রেম বিচ্ছেদ হওয়ার পর প্রিয়াঙ্কার জীবনে আসে শুভ্রজিৎ। নিজেদের প্রেমের সম্পর্কের কথা লুকিয়ে রাখেননি তারা বরং একসাথে ছবিও পোস্ট করতেন।

বেশ কিছুমাস প্রেমের পর আইনি বিয়ে ৫ তারা হোটেলে। বেশ রাজকীয় ভাবে বিয়ে সেরেছিলেন তারা। শুধু সামজিক ভাবে বিয়ে সারা বাকি ছিল। আচমকাই তাদের ভিডিও দেখে সকলেই ভেবেছেন অবশেষে তারা বিয়ে করেছেন।

তবে তেমনটা একেবারেই নয়, এই ভিডিওটি একটি বিয়ের ফোটশুটের ভিডিও। যা খুব শীঘ্রই প্রকাশ পাবে। আপাতত এখনো পর্যন্ত সামাজিক বিয়ে করার কোনও প্ল্যান নেই এই তারকা দম্পতির।