
স্টার জলসার আসন্ন নতুন ধারাবাহিক ‘রানী ভবানী’ তে দেখা যাবে প্রিয়াঙ্কা কে। জানা যাচ্ছে, তার চরিত্রের নাম পরমেশ্বরী। তবে এই চরিত্র ইতিবাচক না নেতিবাচক হতে চলেছে তা যদিও এখনও পর্যন্ত খোলসা নয়। তবে সামনে এসেছে নতুন চরিত্রে প্রিয়াঙ্কার লুক। আটপৌরে করে পরা লাল শাড়ি ও সোনার গয়নায় একেবারে সাবেকি রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। এবার অপেক্ষা পর্দায় তার চরিত্রটি দর্শকের কতটা মনে ধরে।
ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে ধারাবাহিকের সম্প্রচারের দিনক্ষণও। এই মেগায় দেখা যাবে অরিজিতা মুখোপাধ্যায়, মানসী সেনগুপ্ত, অর্পিতা মুখোপাধ্যায়, সুব্রত গুহ রায়, অমিতাভ ভট্টাচার্যকে।