ফের পর্দায় ‘তিতলি’ খ্যাত আরিয়ান ভৌমিক, নায়িকা কে?

আরিয়ান ভৌমিক

অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য এবং অভিনেতা আরিয়ান ভৌমিক দুজনেই ছোটপর্দার হাত ধরে জনপ্রিয়তা অর্জন করেছে। অভিনেত্রী ছোটপর্দার গন্ডি ছাড়িয়ে বড়পর্দা, ওয়েব সিরিজ, এমনকি বলিউড আর মারাঠি ছবিতে কাজ করেছেন।

অন্যদিকে, আরিয়ান ভৌমিকও ছোটপর্দায় কাজ করেছেন। তাকে শেষবারের মতো ‘তিতলি’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। তবে এবার এই দুজন একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন। বড়পর্দায় আসছে  রিচালক প্রসেনজিৎ হালদারের নতুন ছবি ‘দুর্গা’।

আরিয়ান ভৌমিক

‘দুর্গা’ ছবিতে নায়ক-নায়িকার ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কা আর আরিয়ানকে। ২০২৫-এ এই ছবি বড়পর্দায় মুক্তি পাবে। প্রিয়াঙ্কা আজকাল ডট ইনকে বলেন, “ধারাবাহিক, ওয়েব সিরিজ, ছবিতেও বিভিন্ন চরিত্রে দর্শক দেখেছেন আমায়। কিন্তু এই চরিত্রটি বেশ কঠিন আমার কাছে। এই ধরণের চরিত্র ফুটিয়ে তুলতে বেশ কষ্ট করতে হয়েছে। আসলে নিজেকে ভাঙা-গড়ার মাঝেই অভিনয় দক্ষতা প্রমাণ করতে হয়। তাই নতুন কাজের মাধ্যমে সেই চেষ্টাই করছি।”