১১ বছরের অভিনয় জীবনে এই প্রথম পুরস্কার পেলেন পৃথ্বীরাজ ওরফে সুকৃত সাহা

সুকৃত সাহা

এই মুহূর্তে স্টার জলসার একটি জনপ্রিয় টিভি শো হল ‘কমলা শ্রীমান ও পৃথ্বীরাজ’ (Komola sriman o prithiraj)। এই সিরিয়ালে মুখ্য চরিত্রে রয়েছেন শিশুশিল্পী সুকৃত সাহা। যিনি বর্তমানে বাংলার ঘরে ঘরে পৃথ্বীরাজ হয়ে উঠেছেন।

পর্দায় মানিকের দস্যিপানা দেখতে ভীষণ পছন্দ করেন দর্শক। তবে জানেন কি ছোটপর্দায় এই প্রথম তার অভিনয় হলেও, অভিনয় জীবনে যাত্রা শুরু বহু বছর আগে। পৃথ্বীরাজ থুড়ি সুকৃত ইন্ডাস্ট্রিতে কাজ করছেন প্রায় ২০১২ সাল থেকে। এর আগে ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাকে।

তবে এত বছর অভিনয় করলেও এই প্রথম নিজের অভিনয়ের জন্য পুরস্কার পেলেন এই শিশু অভিনেতা। সৌজন্যে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিক। হ্যাঁ, এই ধারাবাহিকের মানিকের ভূমিকায় সাবলীল অভিনয়ের জন্য টেলি বায়স্কোপ অ্যাওয়ার্ড মঞ্চ পুরস্কার পেল সুকৃত। জীবনে এই প্রথম পুরস্কার পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছে পর্দার মানিক।

ইনস্টাগ্রামে লম্বা পোস্ট করে অভিনেতা লেখেন, “সবার আগে প্রণাম জানাই আমার সকল গুরুকে । সাল ২০১২ থেকে এই অভিনয় যাত্রায় আমার সকল গুরুদের হাত ধরে পথ চলা শুরু করি … তখন এই অভিনয় ব্যাপারটা ভালো লাগা ছিল দিনে-দিনে বোঝার ক্ষমতা বাড়াতে বুঝতে পারি ওটা ভালোবাসা হয়ে গেছে। জানিনা, ঠিক কতটা বলতে হবে কতটা, কতটা লিখতে হবে কারণ গতকাল সন্ধ্যে ৭-টার পর থেকে এখনও অবধি আমি বাকরুদ্ধ। কাল টি.ভি ৯ এ ঘরের বায়োস্কোপে শো-তে স্টেজ-এ উঠে এই অ্যাওয়ার্ড দিয়ে আমাকে কিছুবক্তব্য জানাতে বলা হয়েছিল ধন্যবাদ ছাড়া কিছুই বলতে পারিনি অবশ্য এখন বলতে দিলেও পারব না। আমার জীবনের এটা প্রথম অ্যাওয়ার্ড তাই জন্যই আরও বেশি খুশি হচ্ছি, প্রথম সিড়িতে পা দিলে যে এত খুশি হওয়া যায় জানতাম না । ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানাই সকল দর্শককে কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এই উপহারটা আমার হাতে আসতো না”। সবশেষে মানিক সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Sukrit Saha (@sukritsahaa)

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here