চুপিসারে বিয়ে সারলেন ‘পরিণীতা’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী

প্রিয়াঞ্জলি দাস

দেখতে দেখতে এক বছর পার করল জি বাংলার ‘পরিণীতা’। রায়ান-পারুলের দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ দর্শক। এই আনন্দের মাঝেই আরও এক সুখবর। চুপিসারে বিয়ে সারলেন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী। ১১ বছরের সম্পর্ক পরিণতি পেল এদিন। গতকাল, ১৩ নভেম্বর জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী।

নিশ্চয় ভাবছেন কোন অভিনেত্রী? তবে কি বিয়ের পাত্রী স্বয়ং পর্দার ‘পারুল’ ওরফে ঈশানী? একেবারেই নয়, পাত্রী পারুলেরই বন্ধু তথা সহকর্মী প্রিয়াঞ্জলি দাস। গল্পে যাকে দর্শক ‘সুমেধা’ চরিত্রে অভিনয় করতে দেখছে।

প্রেমিক শান্তনু চক্রবর্তীর সঙ্গে আইনি বিয়ে সারলেন প্রিয়াঞ্জলি দাস। পাশাপাশি বাগদান ও মালাবদলও হয়। এদিন নীল রঙের বেনারসিতে ধরা দেন প্রিয়াঞ্জলি। অন্যদিকে, শান্তনুর পরনে ছিল কাথা স্টিচের কাজ করা সাদা ও গোলাপি রঙের পাঞ্জাবি।

প্রিয়াঞ্জলি দাস

প্রিয়াঞ্জলি- শান্তনুর সম্পর্কের শুরু হয়েছিল স্যোশাল মিডিয়ার মাধ্যমে। শুরু থেকে সম্পর্কে কমিটমেন্ট চেয়েছিলেন অভিনেত্রী। এই প্রসঙ্গে সিটি সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঞ্জলি বলেন, ‘আমি আগেই বলেছিলাম যদি আমাকে বিয়ে করো তাহলেই আমি আছি।’ শেষপর্যন্ত এতবছরের সম্পর্ক পরিণতি পেয়ে খুশি অভিনেত্রী।