বর্তমান প্রজন্মের কলাকুশলীদের অভিনেতা হওয়ার যোগ্যতা নেই, অকপট প্রবীণ অভিনেতা বিপ্লব চ্যাটার্জী

অভিনেতা বিপ্লব চ্যাটার্জী

টলিউডে প্রবীণ বনাম নবীন লড়াই দীর্ঘদিনের। আশি-নব্বই দশকের অনেক অভিনেতারাই বর্তমান প্রজন্মের কলাকুশলীদের নিয়ে নিজেদের বক্তব্য প্রকাশ করেছেন। তাদের মধ্যে অন্যতম বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চ্যাটার্জী ।

প্রবীণ অভিনেতা বিপ্লব চ্যাটার্জী বরাবরই নিজের বক্তব্য সোজাসুজিভাবে প্রকাশ করতে পছন্দ করেন। বর্তমান কলাকুশলীদের নিয়ে বর্ষীয়ান অভিনেতা স্পষ্ট জানিয়েছেন বর্তমান প্রজন্মের নায়ক নায়িকাদের অভিনয় তার একেবারেই পছন্দ নয়। এক রিয়েলিটি শোতে তিনি জানান, “আজকালকার নায়ক-নায়িকাদের অভিনেতা হওয়ার কোন যোগ্যতাই নেই”।

কিন্তু একথা বলার পিছনে কারণ কি? অভিনেতা বিপ্লব চ্যাটার্জী মনে করেন টিভির পর্দায় চরিত্র ফুটিয়ে তুলতে ভিতরে দরদ আর ব্যথা থাকা প্রয়োজন। ব্যথা ছাড়া কোনও চরিত্র ফুটিয়ে তোলা অসম্ভব। তবে এই প্রবীণ অভিনেতা বর্তমান যুগের কলাকুশলীদের মধ্যে সেই ব্যথা খুঁজে পাননা, যা তার সমকালীন কলাকুশলীদের মধ্যে পাওয়া যেত।

তার এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সমর্থন জানিয়েছেন আবার অনেকেই রসিকতা করেছেন। তবে তার এহেন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় থেকে টলিপাড়ায় একটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here