শত ব্যস্ততার মাঝে মা-বাবা’র ৪০ তম বিবাহবার্ষিকী পালন করলেন সানভি ওরফে প্রেরণা ভট্টাচার্য

 প্রেরণা ভট্টাচার্য

মায়ের ভীষণ কাছের অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য। যাকে আপনারা জগদ্ধাত্রী ধারাবাহিকে সানভি হিসাবে বেশি চেনেন। অভিনেত্রী মা এষা ভট্টাচার্যও অভিনয় জগতের সঙ্গে যুক্ত।

প্রেরণার মা ২০১৮ সালে ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন। অপারেশন, কেমো থেরাপি, রেডিও থেরাপি সব কিছুতেই এষা ভট্টাচার্য পাশে পেয়েছিলেন তার মেয়ে এবং স্বামী  দীপঙ্কর ভট্টাচার্যকে।

দীর্ঘ চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ এষা দেবী। মাকে ভীষণ আগলে রাখেন ছোটপর্দার সানভি। একজন অভিনেত্রীর পাশাপাশি তিনি এখন জনপ্রিয় ভ্লগারও। নিজের জীবনের প্রতি মুহূর্তে ব্লগের মাধ্যমে শেয়ার করে থাকেন।

তবে এবার হাজার ব্যস্ততার মাঝেও বাবা-মায়ের ৪০ তম বিবাহবার্ষিকী পালন করলেন প্রেরণা। কলকাতা রাজবাড়িতে বেশ সুন্দর করে সাজিয়ে বাবা-মাকে সারপ্রাইজ দিলেন মেয়ে। মেয়ের সারপ্রাইজ পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি প্রেরণার বাবা-মা।

সেই ভিডিও শেয়ার করে অভিনেত্রী লেখেন, বাবা-মায়ের বিবাহবার্ষিকীটা পালন করলাম ছোট করে।