সিরিয়াল ছেড়ে নতুন অধ্যায়! অভিনয়ের পর এবার নতুন পেশায় পা রাখলেন ‘সাংভি’ ওরফে প্রেরণা ভট্টাচার্য

প্রেরণা ভট্টাচার্য

এই মুহূর্তে স্টুডিয়োপাড়ায় ‘সাংভি’ নামেই পরিচিত অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে সাংভি চরিত্রে অভিনেত্রীর দুর্দান্ত অভিনয় নজর কেড়েছে সকলের। অন্য দিকে আবার চুটিয়ে ভ্লগও করেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় নিজের ছোট ছোট মুহূর্তগুলিকে ভাগ করে নিতে ভালোবাসেন প্রেরণা। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক শেষ হতেই নতুন শুরু প্রেরণার। কোন নতুন ধারাবাহিকে নয়, সিরিয়াল ছেড়ে এবার নতুন পেশায় অভিনেত্রী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই সুখবর সকলের সাথে ভাগ করে নিলেন অভিনেত্রী। নিজের নতুন ব্যবসা শুরু করেছেন প্রেরণা। বছরের শুরুতেই নতুন উদ্যোগ তার।

নেল আর্টস এর নতুন স্টুডিও খুলেছেন প্রেরণা। তার নতুন দোকানের নাম “গ্লিটস” নেল স্টুডিও বাই প্রেরণা। গতকাল ৭ জানুয়ারি, নেল স্টুডিওর উদ্বোধনও করেছেন অভিনেত্রী। তার কিছু বিশেষ মুহূর্তের ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রেরনার নেল স্টুডিওর ফিতে কাটতে উপস্থিত ছিলেন রূপসা চক্রবর্তী। অভিনেত্রীর এই বিশেষ দিনে তার পাশে ছিলেন কাছের বন্ধুরাও। অভিনেত্রীর পোস্টটি সামনে আসতেই নতুন শুরুর শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগীরা।

প্রেরণা ভট্টাচার্য

 

Instagram-এ এই পোস্টটি দেখুন

 

@thefilmysafar একটি পোস্ট শেয়ার করেছেন