ফের নতুন ধারাবাহিকের প্রস্তুতি শুরু! ‘মিত্তির বাড়ি’ শেষ হতেই জলসার পর্দায় আদৃত রায়

আদৃত রায়

বেশ অনেক দিন হল পর্দা থেকে বিদায় নিয়েছে ‘মিত্তির বাড়ি’। ধারাবাহিক শেষ হতেই দর্শকের কৌতূহল আবার কবে সিরিয়ালে দেখা যাবে আদৃত রায়কে? সূত্রের মারফৎ জানা যাচ্ছে খুব শীঘ্রই নতুন ধারাবাহিকে দেখা যাবে অভিনেতাকে।

শোনা যাচ্ছে, ‘এসভিএফ’ প্রযোজিত নতুন ধারাবাহিকের নায়ক হতে চলেছেন আদৃত। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, স্টার জলসায় আসতে চলেছে ‘এসভিএফ’-এর নতুন ধারাবাহিক। আর এই নতুন মেগাতেই লিড রোলের মুখ হিসাবে ভাবা হয়েছে আদৃতকে।

এখন প্রশ্ন, নায়কের বিপরীতে দেখা যাবে কাকে? তা এখনও চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে, আদৃতের বিপরীতে নতুন মুখ নেওয়ার কথাও ভাবা হচ্ছে। তবে আদৃতের নতুন মেগার খবর আসতেই বেশ উচ্ছ্বসিত অভিনেতার অনুরাগীরা। বর্তমানে অভিনয়ের পাশাপাশি পুরোদমে নিজের গানের দলকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন আদৃত।

Previous article৩৪ বছরেই থামল জীবন! চলে গেলেন জনপ্রিয় গায়ক, শোকস্তব্ধ সঙ্গীত দুনিয়া
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।