বেশ অনেক দিন হল পর্দা থেকে বিদায় নিয়েছে ‘মিত্তির বাড়ি’। ধারাবাহিক শেষ হতেই দর্শকের কৌতূহল আবার কবে সিরিয়ালে দেখা যাবে আদৃত রায়কে? সূত্রের মারফৎ জানা যাচ্ছে খুব শীঘ্রই নতুন ধারাবাহিকে দেখা যাবে অভিনেতাকে।
শোনা যাচ্ছে, ‘এসভিএফ’ প্রযোজিত নতুন ধারাবাহিকের নায়ক হতে চলেছেন আদৃত। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, স্টার জলসায় আসতে চলেছে ‘এসভিএফ’-এর নতুন ধারাবাহিক। আর এই নতুন মেগাতেই লিড রোলের মুখ হিসাবে ভাবা হয়েছে আদৃতকে।
এখন প্রশ্ন, নায়কের বিপরীতে দেখা যাবে কাকে? তা এখনও চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে, আদৃতের বিপরীতে নতুন মুখ নেওয়ার কথাও ভাবা হচ্ছে। তবে আদৃতের নতুন মেগার খবর আসতেই বেশ উচ্ছ্বসিত অভিনেতার অনুরাগীরা। বর্তমানে অভিনয়ের পাশাপাশি পুরোদমে নিজের গানের দলকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন আদৃত।

