সৎ পথে কোনও কাজই ছোট নয়। বড় মাপের পরিচালক হয়েও অর্থাভাবে পয়লা বৈশাখে বেহালায় নিজের একটি ফুড কর্ণার খুললেন ‘চিলেকোঠা’ পরিচালক প্রেমাংশু রায়। সোশ্যাল মিডিয়ায় নিজের দোকানের ছবি শেয়ার করে জানিয়েছেন “জীবন থেকে চলে গেছে সিনেমা থিয়েটার, পেটের দায়ে এখন বিক্রি করি আমি খাবার”।
একসময় টলিউডের জনপ্রিয় পরিচালক ছিলেন প্রেমাংশু রায়। বিগত সাতাশ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন। বহু নাটক, সিনেমার গান লেখা, পূর্ন দৈর্ঘ্যের চলচ্চিত্র পরিচালনা করেছেন। ২০১৭ সালে তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘চিলেকোঠা’। যেটা “সিডনি চলচ্চিত্র উৎসব” এ শ্রেষ্ঠ ছবি ছিল। কিন্তু সেই পরিচালকই আজ কর্মহীন। এমনকি সংসারও চলছে না তার।
ইন্ডাস্ট্রির পলিটিক্সের জন্যই হয়তো টলিউড থেকে সম্পূর্ন সরে দাঁড়ালেন এই পরিচালক। যদিও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন “ইচ্ছে থাকলেও বিশেষ কিছু কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি”। চরম আর্থিক অনটনের দিনে এক অভিনব সিধান্ত নিলেন তিনি। তার এই ভাবনাকে কুর্নিশ জানিয়েছে নেটিজেন।