চলতি বছরের গোড়ার দিকেই স্তন ক্যান্সারে আক্রান্ত হয় অভিনেত্রী হিনা খান। তিনি জানিয়েছিলেন, ক্যানসারের তৃতীয় পর্যায়ে পৌঁছেছিলেন, শুরু হয়েছিল কেমোথেরোপি। বেঁচে থাকার এই কঠিন লড়াইয়ে মনের জোর অটুট রেখেছেন অভিনেত্রী।
তবে সম্প্রতি সমাজমাধ্যমে নিজের শারীরিক অসুস্থতার নিয়ে আরও একটি খবর দেন অভিনেত্রী নিজেই। তবে এবার কিছুটা হলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন হিনা। জানা যায়, ক্যান্সার ছাড়াও আরও একটি বড়রকমের রোগ বাসা বেধেছে তার শরীরে।
হিনা জানিয়েছেন, কেমো থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ার ফলেই ‘মিউকোসাইটিস’ নামক রোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। এমন অসহনীয় শারীরিক কষ্ট থেকে মুক্তি পেতে অভিনেত্রী তার ইনস্টাগ্রামে পোস্টে লেখেন, ‘কেমোথেরাপির বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে মিউকোসাইটিস হল একটি। চিকিৎসকেদের পরামর্শ মেনে চলছি। তবে কারও যদি এই রোগের সঙ্গে লড়াই করার ইতিহাস থেকে থাকে, তা হলে আমাকে কষ্ট কমানোর উপায় বলে দিন।’
কেমোথেরাপির বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া আছে। সেই তালিকায় রয়েছে মিউকোসাইটিসের মত রোগটিও। এই রোগের প্রভাবে গলা, মুখের ভিতর, ঠোঁটে অসহনীয় ব্যথা হয়। এই কারণে খাবার গিলতে সবচেয়ে বেশি কষ্ট হয়। শক্ত খাবার খেতে খেলেই রক্তপাতেরও ঝুঁকি থাকে। যদিও এই রোগটি নিরাময়যোগ্য। তবুও কিছু ক্ষেত্রে ভয় থেকেই যায়।
হিনা খানের পোস্টে, তার সকল অনুরাগীরা তার দ্রুত আরগ্য কামনা করেছেন। সেই তালিকায় রয়েছেন শ্রেয়া ঘোষাল, শিল্পা শেট্টি, জুহি পারমার, ভারতী সিং, মৌনি রায় সহ আরও অনেক তারকারাও। এমনকি মিউকোসাইটিস এর প্রদাহ থেকে মুক্তি পেতে অনেকে নানা পরামর্শও দিয়েছেন অভিনেত্রীকে।
Instagram-এ এই পোস্টটি দেখুন