জি-বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’। চার নারীর জীবন কাহিনী নিয়ে এই ধারাবাহিকের গল্প। প্রথমদিকে ধারাবাহিকটি দর্শকমহলে সমালোচনায় পড়ে। তবে ধীরে পরাগ চরিত্রটিকে পজেটিভ দেখানো হয়।
বর্তমানে ধারাবাহিকের গল্পে দেখানো হচ্ছে পরাগ স্মৃতিভ্রমের অভিনয় যাতে পরিবারের ক্ষতি করতে চায় কে তাকে ধরতে পারে। পরাগের অভিনয় করছে সেটা শিমুলও জানে না। পলাশ এবং প্রতীক্ষা পরাগের ঘরে আসে পরীক্ষা করতে যে পরাগের আদেও স্মৃতিশক্তি লোপ পেয়েছে কিনা। এরপর অনেক পরীক্ষা করা পর তারা ভেবে নেয় পরাগ সত্যিই অসুস্থ।
এবার ওই ঘরের পরাগ এবং প্রতীক্ষা প্ল্যান করে যে শিমুলকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। তারপর পরাগকে দেখে নেবে। আর তাদের সব কথা রেকর্ড করে রাখে পরাগ। পরে শিমুলকে বোঝানোর চেষ্টা করে যাতে সাবধানে চলাফেরা করে কিন্তু পরাগের ইঙ্গিত শিমুল বুঝতে পারে না। তাহলে কি মারা যাবে পরাগ? সেটা জানা যাবে ধারাবাহিকের আগামীপর্বে।