দুঃসংবাদ! আচমকাই রাতারাতি বন্ধ হল এই জনপ্রিয় মেগা সিরিয়াল, বেজায় মন খারাপ দর্শকের

উড়ান

বাংলা চ্যানেল গুলিতে নতুন ধারাবাহিকের রমরমা। নতুন ধারাবাহিকের জন্য বাধ্য হয়ে জায়গা ছেড়ে দিতে হচ্ছে পুরনো মেগা ধারাবাহিকগুলিকে। এবার কোপ পড়ল আরও এক ধারাবাহিকের।

স্টার জলসায় শুরু হতে চলেছে তৃণা সাহার নতুন ধারাবাহিক ‘পরশুরাম’ জন্য অবশেষে বন্ধ হচ্ছে প্রতীক সেনের অভিনীত ধারাবাহিক ‘উড়ান’। সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন চ্যানেল।

শোনা যাচ্ছে আর দুই, তিনদিনের মধ্যে হতে পারে ধারাবাহিকের শেষ শুটিং। টিআরপির কারণেই মূলত বন্ধ হচ্ছে স্টার জলসার এই মেগা। কারণ বিপরীত প্রতিদ্বন্দ্বী ‘পরিণীতা’ বর্তমান সময়ে বাংলার শীর্ষ স্থানে রয়েছে। তাই তাকে টক্কর দিতে দরকার নতুন গল্প। আর তার জন্যই বন্ধ করে দেওয়া হবে উড়ান। আর তার জায়গা আনা হবে আরও এক নতুন মেগাকে। খুব শীঘ্রই তার প্রোমো আউট হবে।

অফিশিয়ালি ঘোষণা না হলেও আর কিছুদিনের মধ্যেই উড়ান শেষ হওয়ার খবর মিলবে। এই খবরে বেজায় মন খারাপ হয়ে পড়েছেন প্রতীক সেনের।

উড়ান