
টলিপাড়ার গুঞ্জন অনুযায়ী খুব শীঘ্রই পর্দা থেকে বিদায় নেবে স্টার জলসার উড়ান ধারাবাহিক। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন প্রতীক সেন। তবে অভিনেতার ভক্তদের জন্য সুখবর, ফের নতুন ধারাবাহিক নিয়ে পর্দায় ফিরছেন প্রতীক সেন।
এর আগে খোকাবাবু, মোহর, সাহেবের চিঠি’র মত বহু ধারাবাহিকে অভিনয় দিয়ে দর্শকের মন জিতেছেন মহারাজ ওরফে প্রতীক। তবে আসন্ন ধারাবাহিকে কার সাথে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেতাকে?
জানা যাচ্ছে নতুন গল্পে প্রতীকের বিপরীতে দেখা যাবে নিম ফুলের মধু খ্যাত পল্লবী শর্মাকে। পল্লবী-প্রতীককে জুটি হিসাবে ফেরাচ্ছে অর্গানিক স্টুডিও। তবে এই মুহূর্তে সিরিয়ালের নাম কিংবা চ্যানেলের নাম জানা যায়নি।