‘এত বছর একসঙ্গে…’ সোনামণির সঙ্গে প্রেমচর্চা নিয়ে মুখ খুললেন প্রতীক সেন

 প্রতীক সেন

টেলিভিশনের পর্দায় অন্যতম হিট জুটি প্রতীক সেন ও সোনামণি সাহা। বর্তমানে তারা একসঙ্গে কাজ না করলেও আজও এই জুটিকে ভীষণ মিস করেন দর্শকরা। ‘মোহর’ ও ‘এক্কাদোক্কা’ ধারাবাহিকে এই জুটিকে দর্শক মন ভরে ভালবাসা দিয়েছে দর্শক।

মাঝে তাদের দু’জনের প্রেম-চর্চা নিয়েও হইচই হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। গুঞ্জন শোনা যাচ্ছিল গোপনে তাদের সম্পর্কে থাকা নিয়ে।

তবে এবার এবার সোনামণি সাহার সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে মুখ খুললেন ছোটপর্দার ‘দাদামণি’ ওরফে প্রতীক। টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতীক বলেন,

‘এত বছর একসঙ্গে কাজ করেছি। বহুক্ষণ একসঙ্গে সময় কেটেছে, একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে। আমরা খুব ভাল বন্ধু। বিভিন্ন অনুষ্ঠানে আমাদের ছবি দেখে দর্শকদের নানা রকম ইচ্ছে স্যোশাল মিডিয়ায় দেখতে পাওয়া স্বাভাবিক।’

প্রতীক সেন

এই মুহূর্তে ছোট পর্দায় ‘দাদামণি’ হয়ে ফিরেছেন অভিনেতা প্রতীক সেন। অন্যদিকে, সোনামণিকে বর্তমানে স্টার জলসার অন্যতম জনপ্রিয় মেগা ‘শুভ বিবাহ’তে দেখা যাচ্ছে।