উড়ানের পর অবশেষে পর্দায় ফিরলেন প্রতীক সেন, এবার দাদামণি রুপে অভিনেতা

দাদামণি

উড়ান ধারাবাহিক বন্ধ হওয়ার কিছু সময়ের ব্যবধানে আবার পর্দায় ফিরলেন অভিনেতা প্রতীক সেন। তার নতুন ধারাবাহিকের নাম ‘দাদামণি’। গতকাল একটি ছোট প্রোমো এসেছিল চ্যানেলের তরফ থেকে। যদিও সেই ধারাবাহিকে মুখ দেখা যায়নি।

অবশেষে মূল প্রোমো প্রকাশ পেল। প্রোমোতে দেখা যাচ্ছে গঙ্গায় স্নান করে বাহুবলির মতো মা কালীর সিংহাসন কাঁধে তুলে নেন। আর তার চার ছোট বোন দাদাকে উৎসাহ দিচ্ছেন।

প্রসঙ্গত, এই ধারাবাহিকে একেবারেই অন্যরকম ভাবে ধরা দেবেন প্রতীক সেন। তার বোনের আদর্শ দাদা হিসাবে তাকে দেখা যাবে। বহুদিন পর দাদা আর বোনের গল্প পর্দায় আসতে চলেছেন।