আপনাদের আগেই আপডেট দেওয়া হয়েছে অভিনেতা প্রতীক সেন নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন। স্টার জলসায় এতগুলো বছর কাজ করার পর এবার জি-বাংলার নতুন ধারাবাহিকে তাকে দেখা যাবে।
ধারাবাহিকের নাম ‘দাদামণি’। চার ছোট ছোট বোনকে সন্তানেরস্নেহ দিয়ে মানুষ করে তুল্বেন প্রতীক সেন। মূলত পুরুষকেন্দ্রিক ধারাবাহিক হতে চলেছে এই গল্প। কীভাবে ভাই-বোনের সম্পর্ক তুলে ধরার চেষ্টা করা হবে।
নতুন ধারাবাহিকে প্রতীক সেনের বিপরীতে কে থাকবেন তার নাম সামনে এসেছে। শোনা যাচ্ছে অনুষ্কা চক্রবর্তী এবার প্রতীক সেনের সঙ্গে জুটি বাঁধতে চলেছে। এর আগে বিভিন্ন ওয়েব সিরিজে কাজ করেছেন অনুষ্কা। যদিও এখনো চ্যানেলের তরফ থেকে কিছু ঘোষণা হয়নি। তবে খুব শীঘ্রই প্রোমো আসতে চলেছে পর্দায়।