ইন্ডাস্ট্রির পরিচিত মুখ প্রসূন গাইন। যিনি ছোটপর্দার দর্শকের কাছে ‘নিম ফুলের মধু’র ছোটকা হিসাবেই পরিচিত। অভিনেতা হিসাবে ইন্ডাস্ট্রিতে যোগ্যতা থাকলেও বারে বারে স্বীকৃতির অভাবে বঞ্চিত হয়েছেন। ১৮ বছরের কেরিয়ারে একাধিক সিনেমা ও ধারাবাহিকে অভিনয় করলেও অভিনেতার দাবি, যোগ্য সম্মান তাকে কখনওই দেওয়া হয়নি।
‘নিম ফুলের মধু’ ধারাবাহিক থেকেও নাকি ইচ্ছাকৃতভাবে তাকে বাদ দেওয়া হয় এমনটাই ইঙ্গিত দেন অভিনেতা। এমনকি, ধারাবাহিকের শেষ পর্বের সেলিব্রেশনেও নাকি তাকে ডাকা হয়নি। ইন্ডাস্ট্রির প্রতি অভিনেতার ক্ষোভ একদিনের নয়। সম্প্রতি একটি পডকাস্ট শো-তে এসে নিজের জমে থাকা ক্ষোভ উগরে দেন প্রসূন গাইন।
প্রসূনের কথায়, ‘আগাগোড়া অনেককেই বলতে শুনেছি প্রসূনের সেলিং নেই, ফেস ভ্যালু নেই, ওকে নিস না। তাহলে আমি কি করবো? তাহলে কি যারা দাদা দিদি আছেন, তাদের গিয়ে আমি তেল মারব? সবাই জানে, আমার কোনও রাজনৈতিক ট্যাগলাইন নেই। অভিনয়টাই আমার রাজনীতি।’
আমাকে অনেকেই বলে, ‘এত ভালো অভিনয় কেন করিস? কেটে বাদ দিতে হবে!’ একবার এক দাদা বলেছিলেন, ‘অভিনয়টা একটু কমা, অন্যদের ছাপিয়ে যাচ্ছে। যোগ্যতা থাকা সত্বেও বারবার অবহেলিত হতে হয়েছে তাকে। প্রসূনের অভিযোগ, ইন্ডাস্ট্রির অনেক বড় পরিচালক প্রতিশ্রুতি দিলেও শেষমেশ তাকে কোনও কাজ দেননি।
প্রসূন জানান, যদি নতুন প্রজন্মকে সুযোগ দেওয়া শুরু হয়, এবং যদি তিনি দেখেন ইন্ডাস্ট্রির দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে, তবেই আবার অভিনয়ে ফিরতে আগ্রহী হবেন। আপাতত অপেক্ষাতেই আছেন অভিনেতা।