টিআরপি তালিকায় আগের থেকে অনেকটাই নম্বর কমে গেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা’র। সুস্মিতা আর সাহেবের জুটির এই মেগা একসময় বাংলার টপার হত। তবে টিআরপি’র পাঁচের ঘর থেকে বেরিয়ে গেছে এই মেগা।
টিআরপি বাড়াতে নতুন মশলা যোগ করার চেষ্টা করছেন নির্মাতারা। কথা ধারাবাহিকের একটি নতুন জমজমাট প্রোমো আউট হয়েছে। যা নজর কেড়েছে দর্শকের।
প্রোমোতে দেখা যায় এবার প্রমিতের মুখোশ খুলবে কথা। আর তার পাশে রয়েছে এভি। দেখা শিবরাত্রির দিন সাধু বেশে মন্দিরে আসে প্রমিত। প্রসাদের মধ্যে ঔষধ মিশিয়ে সকল ভক্তদের খাওয়ায়। আর তারপরেই মন্দিরে উপস্থিত ভক্তরা লুটিয়ে পড়ে। আর এই মন্দিরেই প্রমিতের সব কান্ড দেখে ফেলে কথা।
এরপর দেখা যায় কথা’র পাশে এসে দাঁড়ায় এভিও। প্রমিতকে চড় মেরে মাটিতে ফেলে দেয় এভি। কীভাবে সকলের সামনে প্রমিতকে শাস্তি দেয় সেটাই দেখার।