‘এরকম ডেডিকেশন কারও মধ্যে দেখিনি, ভাবা যায় না’, ‘মিঠাই’ সৌমিতৃষার প্রশংসায় পঞ্চমুখ ‘প্রধান’ সিনেমার প্রযোজক অতনু

অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু

সগৌরবে সিনেমা হলে চলছে ‘প্রধান’। দেবের এই সিনেমার হাত ধরেই প্রথম বড়পর্দায় অভিষেক ছোটপর্দার মিঠাই ওরফে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর।  গত আড়াই বছর ধরে ছোটপর্দায় হাজার হাজার মানুষের মন দখল করে নিয়েছে শুধু মাত্র নিজের প্রতিভা দিয়েই।

দর্শকের  এত ভালোবাসা, এত প্রশংসা পাওয়ার পরও দেবের সিনেমায় সুযোগ পাওয়ার জন্য অনেক কটাক্ষ ধেয়ে এসেছিল তার দিকে। অনেকের মতে, “সৌমিতৃষা নাকি শুধুমাত্র জনপ্রিয়তার খাতিরেই দেবের সিনেমায় চান্স পেয়েছে, আবার অনেকে বলেছিলেন, ‘দেবের পা চেটে তিনি কাজ পেয়েছেন’। তবে চুপ থেকে শুধুমাত্র নিজের সেরা দিয়েই তিনি আবারও নিন্দুকের মুখে একপ্রকার ঝামা ঘষে দিয়েছে। ১০০ দিনেরও বেশি সময় ধরে প্রেক্ষাগৃহে চলছে ‘প্রধান’।

নিন্দুকেরা মিঠাইয়ের অভিনয় নিয়ে যতই ঠাট্টা তামাশা করুক, মিঠাই কিন্তু তার পরিশ্রমের প্রাপ্তি অনেক আগেই পেয়ে গিয়েছে তাও আবার ‘প্রধান’ সিনেমার প্রযোজক অতনু রায়চৌধুরী এবং অভিজিৎ সেনের থেকে। তারা ঠিক কি বলেছিলেন মিঠাই-কে নিয়ে?

প্রধান সিনেমায় শুটিংয়ের পর সিনেমার প্রযোজক অতনু রায়চৌধুরী এক সাক্ষাৎকারে সৌমিতৃষাকে নিয়ে বলেছিলেন, “আমি আর অভিজিৎ তো ওর ডেডিকেশন দেখে দুজনেই অবাক। আমি নিশ্চিতভাবে বলতে পারি মেয়েটা অনেক দূর যাবে। কেউ নেই অফিসে ও একা পড়ে আছে, অবিশ্বাস্য। একজন শিল্পী তাঁর চরিত্র নিয়ে এত ভাবনা চিন্তা করছে। এরকম ডেডিকেশন কারও মধ্যে দেখিনি। ভাবা যায় না।’

তিনি আরও জানিয়েছিলেন, “সৌমিতৃষা শুধু বলছে আমি সিনেমার প্রসেসের মধ্যে থাকতে চাই। কোনওদিন সিনেমা করিনি জানতে চাই সিনেমাটা কী করে হয়। এটা তো ওর ভিতর থেকে এসেছে, কেউ শিখিয়ে দেয়নি!’ এমনকি তারা ‘প্রধান’ সিনেমার জন্য দেবের পাশে একমাত্র সৌমিতৃষাই পারফেক্ট ছিল।