পর্দায় জুটি বেঁধে আসছে পর্ণা-অর্কপ্রভ! সামনে এলো ‘কম্পাস’ এর নতুন প্রোমো

কম্পাস

স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘কম্পাস’। এর আগে ধারাবাহিকের প্রথম প্রোমোতে সামনে এসেছে কেবল নায়িকার ছবি। ধারাবাহিকের নায়িকার ভূমিকায় দেখা যাবে নবাগতা অভিনেত্রী পর্ণা চ্যাটার্জী কে। সদ্যই প্রকাশ্যে এল কম্পাসের দ্বিতীয় প্রোমো।

প্রোমোর শুরুতেই সুন্দর কলেজের দৃশ্য। বেজে উঠেছে শাহরুখ-কাজলের বিখ্যাত গান ‘হায় হায় রে হায় এয়ে লাড়কা…’-এর সুর। সেইসাথা শোনা গেল, বিন্দাস, জিনিয়াস, ক্যাম্পাসের সবার প্রিয় কম্পাস। সবাই যখন সিলেবাস শেষের দৌড়ে, তখন কম্পাস বলে…আসল জীবন কিন্তু সিলেবাসের বাইরে।’

ফের শোনা যায়, ‘জীবনের যত চাপ, যত দুঃখ পাওয়া, কম্পাস কাছে আসলেই সব হাওয়া।’ তারপরেই এন্ট্রি নেয় মেগার নায়ক অর্কপ্রভ রায়। প্রোমো দেখে অনুমান করা যাচ্ছে, অর্কপ্রভকে সম্ভবত এই মেগায় প্রেফসরের ভূমিকায় দেখা যাবে। আর সেই কলেজেরই ছাত্রী ‘কম্পাস’। যে বাকিদের থেকে একটি আলাদা। যদিও গল্পের সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেননি নির্মাতারা।