কমছে ‘দিদি নম্বর ওয়ান’-এর জনপ্রিয়তা, মুখ ফেরাচ্ছেন মানুষ

রচনা বন্দ্যোপাধ্যায়

জি-বাংলার দুই রিয়্যালিটি শো ‘রান্নাঘর’ আর ‘দিদি নং ১’ সু-খ্যাতি পেয়েছে বাংলায়। ‘রান্নাঘর’ শেষ হয়ে গেলেও আবার নতুন করে ফিরিয়ে আনা হচ্ছে। তবে ‘দিদি নং ১’ এখনো সম্প্রচারিত হচ্ছে টিভির। প্রত্যেক বছর নতুন নতুন থিম নিয়ে হাজির হয় সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়।

রচনার হাত ধরেই এই শো বহু বছর ধরে জনপ্রিয়তা পাচ্ছে বাংলার মানুষের কাছে। প্রতি বছর ভালো টিআরপি পায় এই শো। তবে এবছর যেন একটু ব্যতিক্রম। দিনের পর দিন এই শোয়ের জনপ্রিয়তা কমছে। টিআরপির লিস্ট চেক করলেই তার প্রমাণ মিলছে।

কোনভাবেই টিআরপি বাড়ছে না ‘দিদি নং ১’-এর। মুখ ফেরাচ্ছেন মানুষ। যার ফলে প্রত্যেক সপ্তাহে কমছে নম্বর। চলতি সপ্তাহে মাত্র ২.১ স্কোর করেছে। যা একেবারেই কাম্য নয় এই শোয়ের থেকে। তাহেল কি দর্শকের বয়কটের ডাকেই কমেছে জনপ্রিয়তা? আরজিকর কান্ড ঘিরে রচনা বন্দ্যোপাধ্যায়কে বয়কটের ডাকেই মনে হচ্ছে প্রভাব পড়ছে রিয়্যালিটি শোয়ের।