নতুন বাংলা সিরিয়ালে জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা

ইউটিউবার স্যান্ডি সাহা

বাংলার অন্যতম জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা। তাকে চেনে না মানুষের সংখ্যা হয়তো হাতে গোনা। সোশ্যাল মিডিয়ায় হোক বা খবরে সবসময় হাইলাইটে থাকেন তিনি। তার প্রত্যেকটা ভিডিওর চর্চা হয় নেট দুনিয়ায়। অনুরাগীদের সংখ্যা নেহাত কম নয়।

মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে থাকে স্যান্ডি। এমনকি ২০২২ সালে অভিনয় জগতে ডেবিউ করেছে। ‘বসন্তবিলাস মেসবাড়ি’, ‘ফেরারি মন’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন পার্শ্বচরিত্রে।

বহুদিন পর আবার ছোটপর্দায় ফিরলেন এই জনপ্রিয় ইউটিউবার। সান বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘ভিডিও বৌমা’। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা আরিয়ান ভৌমিক এবং অভিনেত্রী রিখিয়া রায় চৌধুরীকে। আর এই ধারাবাহিকে নায়কের বন্ধুর চরিত্রে অভিনয় করবে স্যান্ডি সাহা।