জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে একজন হলেন ঝিলম গুপ্তা। আজকের জেনারেশনের ছেলেমেয়েরা খুব ভালোভাবেই তাকে চেনেন। ঝিলম একজন কনটেন্ট ক্রিয়েটর, যিনি নিজের মজাদার ভিডিওর জন্যই অনুগামীদের কাছে ব্যাপক জনপ্রিয়। মাঝে তাঁকে ‘দিদি নং ১’-এর সেটেও আপনারা তাঁকে দেখেছেন।
তবে এবার এই জনপ্রিয় ইউটিউবারের জয়জয়কার! এবার বাংলা ছেড়ে কি মুম্বাইয়ে পা রাখতে চলেছেন ঝিলম গুপ্তা। হ্যাঁ, টলি পাড়ার সূত্রের খবর অনুযায়ী, মুম্বাইয়ের জনপ্রিয় করণ জোহরের প্রযোজনায় ছবির অফার পেয়েছেন ঝিলম।
এই ছবির জন্য নাকি কলকাতায় এসে ঝিলমের সঙ্গে দেখা করে গিয়েছে পরিচালক। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য তাঁকে অফার দেওয়া হয়েছে। অর্থাৎ খুব শীঘ্রই বলিউডে পাড়ি দিতে পারেন ঝিলম। যদিও এই ব্যাপারে ইউটিউবার এখনো মুখ খোলেননি।

