দুঃসংবাদ! প্রয়াত জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী, বিনোদন জগতে ফের শোকের ছায়া

অভিনেত্রী মধুমতী

অভিনেতা পঙ্কজ ধীরের মৃত্যুর পর ফের বিনোদন দুনিয়ায় খারাপ খবর। একই দিনে চলে গেলেন আরও এক জনপ্রিয় প্রবীণ অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নৃত্যশৈলের জন্যও সুনাম ছিল তার।

১৫ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী মধুমতী। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। ঘুমের মধ্যে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৭ বছর। ১৫ অক্টোবর বিকেল সাড়ে চারটে ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেত্রীর।

অভিনেত্রীর আসল নাম ছিল হুটোক্সি রিপোর্টার। ১৯৫৭ সালে এক মরাঠি ছবিতে নৃত্যশিল্পী হিসেবে সফর শুরু করেছিলেন মধুমতী। ছোটবেলা থেকে নাচের প্রতি বিশেষ আগ্রহ ছিল তার। পাশাপাশি বলিউডের ছবিতেও তার নাচের দক্ষতা ছিল চোখে পড়ার মত। বলিউড অভিনেত্রী হেলেনের সঙ্গে তাঁর প্রায়ই তুলনা করা হত। ধর্মেন্দ্র থেকে দিলীপ কুমার, জিতেন্দ্রের সঙ্গেও অভিনয় করতে দেখা যায় অভিনেত্রীকে।

অভিনেত্রী মধুমতী