ফের নক্ষত্র পতন! চলে গেলেন জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী, কান্নায় ভেঙে পড়লেন ভক্তরা

কিছুদিন আগেই ধর্মেন্দ্রর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এদিকে চারিদিকে ছেয়ে যায় তাঁর মৃত্যুর খবর।  কিন্তু কথায় আছে, ‘রাখে হরি তো মারে কে?” ধর্মেন্দ্রর গুজব মৃত্যুর খবরে ক্ষোভ প্রকাশ জানিয়েছিলেন তাঁর পরিবারের লোকেরা। অভিনেতা এখন সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন।

কামিনী কৌশল

এদিকে আবারও বলিউড শোকস্তব্ধ। চলে গেলেন ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল। মৃত্যুকালীন বয়স হয়েছিল  ৯৮। বহুদিন দিন ধরেই বার্ধক্যজনিত সমস্য়ায় বর্ষীয়ান অভিনেত্রী। অবশেষে নিজের বাড়িতেই দেহ ত্যাগ করেন।

বলিউডে একাধিক ছবিতে কাজ করেছেন। শাহিদ কাপুর ও কিয়ারা আডবাণী অভিনীত কবীর সিং ছবিতেও অভিনয় করেছিলেন। অভিনয় করেছিলেন আমির খানের লাল সিং চাড্ডা ছবিতেও। এছাড়াও শহিদ, নদিয়া কে পার, আরজু, বিরজ বাহু, ঝঞ্ঝর, বড়ে সরকার, জেইলার, নাইট ক্লাবের মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করে গেছেন। তাঁর মৃত্যুতে খবরে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর এক নিষ্ঠ ভক্তরা।

 

View this post on Instagram

 

A post shared by Dharmendra Deol (@aapkadharam)