
বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় প্রবীণ অভিনেতা শঙ্কর চক্রবর্তী। সিনেমা থেকে সিরিয়াল, সর্বত্রে অবাধ বিচরণ তাঁর। বহু যুগ ধরে এই ইন্ডাস্ট্রিতে প্রবীণ-নবীনদের সঙ্গে কাজ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারের মুখোমুখি হয়ে নিজের জীবনের নানা ওঠাপড়া প্রসঙ্গে মুখ খোলেন এই বর্ষীয়ান অভিনেতা।
এই মুহূর্তে জি বাংলার মিত্তির বাড়ি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতাকে। ২০২২ সালে স্ত্রী মারা যাওয়ার পর থেকে খানিক থমকে গিয়েছিল অভিনেতার জীবন। সংসার চালানোর পুরো দায়িত্বটাই নিতে হচ্ছে অভিনেতাকে।
অভিনেতার কথায়, ‘আমি এখন স্টার জলসা এবং জি বাংলায় দুটো সিরিয়াল করছি। দুটোই পেটের দায়ে করা। কারণ ওই দুটো ধারাবাহিককে কাজ না করলে আমি তো সংসারটা চালাতে পারব না।’ সম্প্রতি আবারও স্বাভাবিক জীবনের ছন্দে ফেরার চেষ্টা করছেন অভিনেতা।
এখনকার অভিনেতা অভিনেত্রীদের অভিনয় ও কাস্টিং প্রসঙ্গেও অভিনেতা জানান, ‘বর্তমানে ধারাবাহিকে অভিনেতা অভিনেত্রীদের বাছাই করা হয় রিল দেখে, তাদের কত বেশি ফলোয়ার্স রয়েছে সেই সব দেখে। আর তাদের মধ্যে অনেকেই অভিনয়ের কিছুই জানেনা। তবে হ্যাঁ তাদের মধ্যে এমন অনেকের সাথে আমি কাজ করেছি যারা দুর্দান্ত অভিনয় করে, তাদের মধ্যে ক্ষমতা রয়েছে। কিন্তু বেশিরভাগই কিছুই জানে না।’
সুত্রঃ https: // binodonxp. com /