সকাল সকাল বিনোদন জগতে ফের দুঃসংবাদ! শোকের ছায়া গোটা বিনোদন জগতে। প্রয়াত বলিউড ও মারাঠি সিনেমার জনপ্রিয় অভিনেতা অচ্যুত পোতদার। আমির খানের ‘থ্রি ইডিয়টস’ ছবিতে রাগী অধ্যাপকের সেই চরিত্র চরিত্র আজও দর্শকদের মনে বিশেষ জায়গা করে রয়েছে।
১৮ অগস্ট, সোমবার থাণের জুপিটার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ অভিনেতা। দীর্ঘ দিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। কিন্তু অভিনেতার মৃত্যুর সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৯১ বছর। আজ থানেতে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।
দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে হিন্দি এবং মারাঠি সিনেমা সহ প্রায় ১২৫টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। অভিনেতা হওয়ার আগে বেশ কিছু বছর ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা। ১৯৬৭ সালে তিনি ক্যাপ্টেন হিসেবে অবসর গ্রহণ করেন।
এরপর তিনি প্রায় ২৫ বছর ধরে ইন্ডিয়ান অয়েলে এক্সিকিউটিভ হিসেবে কাজ করেন। ৫৮ বছর বয়সে অবসর গ্রহণ করার পর ৪৪ বছর বয়সে বলিউডে আত্মপ্রকাশ করেন অচ্যুত পোতদার।