১৩ বছরের প্রেম তারপর আংটি বদল! চুপিসারে বাগদান সারলেন টলিউডের এই জনপ্রিয় অভিনেতা

অভিনেতা দেবতনু

টলিউডে যেখানে একের পর এক বিচ্ছেদের খবর তার মাঝেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন টলিউডের এই অভিনেতা। দীর্ঘ ১৩ বছরের সম্পর্কে থাকলেও প্রেমিকাকে কখনও প্রকাশ্যে আনেননি অভিনেতা। তবে ১৩ বছরের সম্পর্কের পর আংটি বদল করে এনগেজমেন্ট সারলেন অভিনেতা দেবতনু।

সমাজ মাধ্যমে নিজেই জানিয়েছেন সেই সুখবর। সারা জীবনের জন্য একে অপরের হাত ধরলেন দেবতনু ও মৌলিশা বসু। জুলাই মাসে এনগেজমেন্টের পর ডিসেম্বরে জাঁকজমকভাবে বিয়ে করতে চলেছে এই জুটি।

সম্প্রতি নিজেদের বাগদানের ছবি পোস্ট করে দেবতনু লেখেন, ‘ঝড়-ঝাপটা, ১৩ বছরের বন্ধুত্ব, দূরত্ব, হানাহনি, লড়াই, সব পেরিয়ে এক যুগ পর আমি আর তুই। ডোলি সাজাকে রাখনা অন ডিসেম্বর’। পোস্টটি সামনে আসতেই অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।

অভিনেতা দেবতনু

অভিনেতা হওয়ার পাশাপাশি দেবতনু একজন ব্যবসায়ীও। কিছুদিন আগেই ক্লিক প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে দেবতনু অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘জয়সলমীর জমজমাট’। এই মুহূর্তে আনন্দি ধারাবাহিকেও স্বল্পচরিত্রে অভিনয় করছেন দেবতনু।

অভিনেতা দেবতনু