মাত্র ৬০ বছর বয়সে অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা

শিহান হুসেইনি

দিনের পর দিন বিনোদন দুনিয়ায় দুঃসংবাদে ভরে উঠছে। গতকাল আমরা বাংলাদেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীতশিল্পী সনজীদা খাতুন প্রায়ত হন। আজ আবারও এক খারাপ খবর সামনে এলো।

বিনোদন জগতে ফের শোকের ছায়া। প্রয়াত হলেন অভিনেতা এবং ক্যারাটে বিশেষজ্ঞ শিহান হুসেইনি৷ মৃত্যুকালীন বয়স হয়েছিল ৬০ বছর। দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেতা। তবে শেষ রক্ষা হয়নি।

২৫ শে মার্চ ভোরে চেন্নাইয়ের বেসান্ত নগরে তার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিহান হুসেইনি একজন তীরন্দাজও ছিলেন, তিনি তামিলনাড়ু তীরন্দাজ সমিতি (TAAT) প্রতিষ্ঠা করেছিলেন এবং বেশ কয়েক বছর ধরে এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

১৯৮৬ সালে কে. বালাচন্দ্রের ‘পুন্নাগাই মান্নান’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটেছিল। রজনীকান্তের ‘ভেলাইকরণ’ এবং বিজয়ের ‘বদ্রী’-এর মতো উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেছেন।