গানের জগতে ফের শোকের ছায়া। দীর্ঘ রোগের সঙ্গে লড়াই করে অবশেষে সঙ্গীত দুনিয়াকে বিদায় জানালেন কিংবদন্তি গীতিকার। ৪৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশিষ্ট পঞ্জাবি গীতিকার নিম্মা লোহারকা।
নিম্মা লোহারকার মৃত্যুতে পঞ্জাবি সংগীতের জগতে নেমে এসেছে শোকের ছায়া। নিম্মা লোহারকা বহু জনপ্রিয় গায়কের জন্য গান লিখেছেন যা পঞ্জাবি সংগীতের দুনিয়ায় সাড়া ফেলেছে। নিম্মা তার কেরিয়ারে ৫০০-রও বেশি গান লিখেছেন এবং ১৫০-রও বেশি শিল্পীর সংগীতের কেরিয়ার গড়ে দিয়েছেন।
নিম্মা এক সাক্ষাৎকারে বলেছিলেন, চতুর্থ শ্রেণিতে পড়ার সময়ই গান লেখার প্রতি বিশেষ আগ্রহ জন্মায় তার। যদিও তিনি কোনও প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেননি। কৃষক পরিবারে বেড়ে ওঠার কারণে তিনি তাঁর দাদার কাছ থেকে পাঞ্জাবি লোককাহিনির প্রতি গভীর আগ্রহ জন্মেছিল।
এরপর দশম শ্রেণিতে একটি ধর্মীয় নাটকের জন্য প্রথম গানটি লেখেন। যার নাম ছিল ‘নানকানে ভল্ল জান্দে রহিও’ যা ব্যাপভাবে সাড়া ফেলেছিল। নিম্মা লোহারকারের অকাল প্রয়ানে শোকস্তব্ধ সঙ্গীত জগত।


