ফের মা হতে চলেছেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। বেশকিছু দিন ধরেই দ্বিতীয় সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ভারতী। তবে এবার সোশ্যাল মিডিয়ায় নিজেই সুখবর ভাগ করে নিলেন ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। এক সাক্ষাৎকারে ভারতী দ্বিতীয় সন্তান প্রসঙ্গে নিজেই জানিয়েছিলেন, “দুটি সন্তান থাকা উচিত—একজন ছেলে, একজন মেয়ে। আমাদের তো ছেলে রয়েছে, এবার একটা মেয়ে হলে ভালই হবে!”
বর্তমানে ছেলে গোল্লাকে ঘিরেই তাদের ভরা সংসার, এবার সেই ভালবাসায় যোগ হতে চলেছে নতুন এক সদস্য। ২০২২ সালের এপ্রিলেই ছেলে গোল্লার জন্ম দেন ভারতী। ছেলের ৩ বছরের মাথায় ফের আরও একবার দাদা হতে চলেছে ছোট্ট গোল্লা। তবে কি এবার কন্যা সন্তান হওয়ার আশা পূরণ হবে ভারতীর?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে ভারতী লেখেন, “We are pregnant again”(আমরা আবার গর্ভবতী)। বর্তমানে সুইৎজারল্যান্ডে ছুটি কাটাচ্ছেন ভারতী ও তার পরিবার। সেখানে স্বামী হর্ষের সঙ্গে তোলা ছবিতেই নজরে এলো কমেডি কুইনের বেবি বাম্প।
ফের মা হওয়ার প্রসঙ্গে পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতী জানিয়েছেন, “আমি যখন গর্ভবতী হই, তখন আড়াই মাস বুঝতে পারিনি। মোটা মানুষ তো। আমি শুটিং করছিলাম, দৌড়াচ্ছিলাম, নাচছিলাম। হঠাৎ মনে হল একবার দেখে নেওয়া যাক।”
“যখন আমি চেক করলাম, আমি টেস্ট কিটটি নামিয়ে রেখেছিলাম এবং বাইরে এসেছিলাম কারণ কোনও প্রত্যাশা ছিল না। তারপর ফিরে এসে দেখলাম কিটের উপরে দুটো লাইন আছে। আমি হর্ষকে তক্ষুণি সেই খবরটা দেই। সুতরাং এটি আমাদের জন্য একটি বিস্ময় ছিল। আমরা মনে করি সন্তান নেয়ার এটাই সঠিক সময়।”
View this post on Instagram