গৌরব এবং শোলাঙ্কির আসন্ন ধারাবাহিক ‘মিলন হবে কত দিনে’ তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে এন্ট্রি নিতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। গল্পে তার চরিত্রটি পুরোপুরি নেতিবাচক না হলেও এই চরিত্রটি পুরোপুরি ইতিবাচকও নয়। প্রথম ‘গাঁটছড়া’ ধারাবাহিকে অসামান্য সফলতার পর এবার দ্বিতীয়বার জুটি বাঁধতে চলেছেন গৌরব-শোলাঙ্কি।
ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা মিলেছে কৌশিক রায়। গল্পে তার চরিত্রটি নেতিবাচক। তবে জানা যাচ্ছে আরও এক নতুন চরিত্রের আগমন ঘটতে চলেছে ধারাবাহিকে। তিনি কে?
বহুদিন পর ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী অলিভিয়া সরকার। অভিনেত্রীর অভিনয় যাত্রার শুরুটা ছোটপর্দার হাত ধরে হলেও বর্তমানে ওপার বাংলাতেও পরিচিতি লাভ করেছেন অলিভিয়া। ওটিটি থেকে বড়পর্দায় নজর কেড়েছেন তিনি।
অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছিল ‘ফুলকি’ ধারাবাহিকে শীনা লোহিয়া চরিত্রে। মাঝে ‘মন্টু পাইলট ২’ ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তিনি। তবে ফের আরও একবার স্টার জলসার হাত ধরে ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী।
বহুদিন বাদে অভিনেত্রী অলিভিয়াকে আবারও ছোটপর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।


