ফের বিয়ে সারলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌ ওরফে স্বীকৃতি মজুমদার?

স্বীকৃতি মজুমদার

ছোটপর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন স্বীকৃতি মজুমদার। যিনি খেলাঘর, মেয়েবেলা, আলোর কোলে একাধিক বাংলা ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন। পর্দার বাইরেও অভিনেত্রীর জীবন নিয়ে কৌতূহল রয়েছে তাদের অনুরাগীদের।

অনেকেই জানতেন স্বীকৃতি বাস্তবে অবিবাহিত। তবে মাঝে সামনে আসে অভিনেত্রী গোপন কথা। অনেক আগেই নিজের মনের মানুষের সাথে বিয়ে সেরে ফেলেছেন অভিনেত্রী। যা দেখে মন ভেঙেছিল অনেক পুরুষ ভক্তদের।

তবে এবার আবারো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল তাদের বিয়ের লুক। যা দেখে প্রথমে অবাক হয়ে গিয়েছিলেন সকলে। অনেকে ভেবেছিলেন স্বীকৃতি বোধহয় আবার বিয়ে পিঁড়িতে বসতে চলেছেন? আসলে না, আবার বিয়ে করছেন না অভিনেত্রী।

লাল পাড় সাদা রঙের বেনারসি, মাথায় মুকুট, কপালে চন্দন, হাতে পান – স্বীকৃতিকে অপূর্ব সুন্দর লাগছে বিয়ের কনের বেশে। আসলে অভিনেত্রীর এই সাজ পুরোটাই ফটোশুটের জন্য। তবে স্বীকৃতিকে বউ সেজে দেখে ঘায়েল হয়েছে অনেকে।

 

View this post on Instagram

 

A post shared by Time Frame (@_time_frame)