ফের এন্ট্রি নতুন সদস্যের! ‘চিরসখা’ ধারাবাহিকে ফিরলেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী

মধুবনী গোস্বামী

এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’য় চলছে জমজমাট পর্ব। ইতিমধ্যেই মেগায় কমলিনী-চন্দ্রর ডিভোর্সের মামলা নিয়ে কোর্ট রুম ড্রামা শুরু হয়েছে। কিছুদিন আগেই ধারাবাহিকে উকিলের ভূমিকায় এন্ট্রি নিয়েছেন অম্বরিশ ভট্টাচার্য। যদিও তার চরিত্রটি নেগেটিভ। ইতিমধ্যেই ফের আরও এক নতুন চরিত্র এন্ট্রি নিতে চলেছেন ‘চিরসখা’য়।

গল্পে ‘কমলিনী’-এর পক্ষের উকিল হিসেবে দেখা যাবে টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী কে। মঙ্গলবার থেকেই অভিনেত্রীর ট্র্যাকের সম্প্রচার শুরু হতে চলেছে। ধারাবাহিকে মধুবনীর চরিত্রটি ইতিবাচক।

মধুবনী গোস্বামী

প্রসঙ্গত, এই মেগার সঙ্গে শুরু থেকেই যুক্ত আছেন মধুবনীর স্বামী রাজা গোস্বামী। তাকে কমলিনীর ছোট ছেলে ‘বাবিল’ ওরফে ‘পলাশপ্রিয়’র ভূমিকায় দেখছেন দর্শকরা।