সুখবর! মা হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী

অনিন্দিতা রায়চৌধুরী

ইতিমধ্যেই খুশি খবর ছড়িয়ে পড়েছে টেলিপাড়ায়। সপ্তাহের প্রথমেই মাতৃত্বের সুখবর ভাগ করে নিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী আর সুদীপ সরকার। তবে ছেলে হল নাকি মেয়ে? তা জানার জন্য কৌতূহল নেটপাড়া।

সপ্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ছোট্ট বাচ্চার হাতের ফোটো কার্ড পোস্ট শেয়ার করে অনিন্দিতা লেখেন, ‘অ্যাান্ড দা কুইন ইস হিয়ার’, নিচে লেখা, ‘৩ মার্চ ২০২৫। সুদীপ ও অনিন্দিতা।’

পোস্ট দেখে বোঝাই যাচ্ছে, কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনিন্দিতা। বিয়ের তিন বছর পর অনিন্দিতা -সুদীপ ঘর আলো করে এসেছে ফুটফুটে এক রাজকন্যা। বাবা-মা হওয়ার নতুন জার্নি শুরু হল এই টলিউড দম্পতির।

হাসপাতাল থেকে বেরানর সময় আনন্দবাজার অনলাইনকে সুদীপ জানালেন, ‘আমার বাবা মেয়ে চেয়েছিল। বদলে আমি হয়েছি। বাড়িতে একটাও মেয়ে নেই। খুবই আক্ষেপ ছিল। অনিন্দিতা সেই অভাব পূরণ করে দিল। কী যে ভাল লাগছে!’

মা ও মেয়ে কেমন আছে? প্রশ্নের উত্তরে সুদীপ জানান, দু’জনেই সুস্থ আছে, ভাল আছে। তবে অনেকতাই ধকল গিয়েছে অনিন্দিতার উপর দিয়ে। এবার বিশ্রাম নেওয়ার পালা। আপাতত কয়েক দিন মেয়েকে নিয়ে হাসপাতালে থাকতে হবে। অনিন্দিতাও ভীষণ খুশি।

নেটপাড়া থেকে শুরু করে ইন্ডাস্ট্রির অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাদের।