স্বামীকে হারিয়েছেন, পাননি সন্তান সুখ! সব হারিয়ে একাকিত্বে জীবন অতিবাহিত করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মালবিকা সেন

মালবিকা সেন

মাতৃত্বই পূর্ণতা দেয় নারীকে। তবে অনেকেই প্রমাণ করেছেন গর্ভে না ধরলেও, মা হওয়া সম্ভব। যার মধ্যে অন্যতম নাম হল অভিনেত্রী-নৃত্যশিল্পী মালবিকা সেন। অভিনয়ের সাথে সাথে নাচেও সমান পারদর্শী তিনি। নাচের সূত্রেই অভিনয় জগতে প্রবেশ অভিনেত্রীর।

কর্মজীবনে সফলতা পেলেও ব্যক্তিগত জীবনে একটা আক্ষেপ রয়ে গেছে অভিনেত্রীর। নিজের চেয়ে ১০ বছরের বড় পেশায় সাংবাদিক সুমিত সেন-কে বিয়ে করেছিলেন মালবিকা। দাম্পত্য জীবন সুখের হলেও মা হতে পারেননি মালবিকা। বর্তমানে তার স্বামী না ফেরার দেশে। নিঃসন্তান, একাকিত্ব ঘিরেই কেটেছে জীবন।

এই মুহূর্তে নিজের বাবা- মাকে নিয়েই দিন কাটছে তার। বাবা মায়ের যত্ন করা, তাদের দেখাশোনা করা সবটাই নিজে হাতে সামলান মালবিকা। বাবা মায়ের বয়স হয়ে গেলে তাদের সন্তানের মতই যত্ন নিতে হয়। তাই বাবা-মাকে যত্নে আগলে রেখেছেন তিনি।

জীবনে মা ডাকটা না শুনলেও। অভিনয় করতে এসে উপভোগ করেছেন মাতৃত্ব। কখনও হয়ে উঠেছেন খড়কুটো’য় গুনগুনের মা, কখনও জল থৈ থৈ ভলোবাসা’য় খিলখিলের মা, কখনও বা একা দোক্কা’য় রাধিকা-অঙ্কিতার মা। এছাড়া নাচের ক্লাসে আসা ছেলে-মেয়েরা তো আছেই। অভিনেত্রীর কথায়, সবাই আমাকে এতটা ভালোবাসা দিয়েছে যে, মাতৃত্বের যে অসফলতা আছে আমি তা একেবারে ফিল করি না। জীবনে কঠিন সময় পেরিয়ে একা চলতে শিখেছেন নৃত্যশিল্পী।