বড় চমক! ‘পরিণীতা’ ধারাবাহিকে এন্ট্রি নিল ছোটপর্দার এই জনপ্রিয় খলনায়িকা

অদিতি ঘোষ

‘বৌমা একঘর’ ধারাবাহিকে অভিনয় করেই দর্শকমহলে পেয়েছিলেন দারুণ জনপ্রিয়তা। ধারাবাহিক শেষ হয়ে গেলেও মুখ্য চরিত্র টিয়া’র পাশাপাশি দর্শক আজও মিস করেন খলনায়িকা রিয়াকে। এই ‘রিয়া’ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অদিতি ঘোষ।

‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘তিন শক্তির আধার ত্রিশূল’, ‘জয় বাবা লোকনাথ’ মতো একাধিক ধারাবাহিক করলেও ‘বৌমা একঘর’ ধারাবাহিকে অভিনয় করে অদিতি পেয়েছেন দর্শকের অগাধ ভালোবাসা। একজন খলনায়িকা হিসাবে দর্শকদের কীভাবে রাগিয়ে দেওয়া যায়, তা নিজের সেরা অভিনয় দিয়ে প্রমাণ করে দিয়েছেন অদিতি। তবে এবার রয়েছে একটি সুখবর। আপনাদের প্রিয় ‘রিয়া’ থুড়ি অভিনেত্রী অদিতি ঘোষ নতুন প্রোজেক্ট নিয়ে খুব শীঘ্রই পর্দায় ফিরছেন।

অদিতি কে শেষবার ছোটপর্দায় দেখা গিয়েছিল স্টার জলসার ‘রোশনাই’ ধারাবাহিকে মিস্টু চরিত্রে। এরপর তেমনভাবে পর্দায় দেখা মেলেনি অভিনেত্রীর।

অদিতি ঘোষ

ফের বাংলা সিরিয়ালে অদিতি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের চরিত্রের লুকের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী জানালেন, পরিণীতা ধারাবাহিকে ফিরছেন অদিতি। ধারাবাহিকে অদিতির চরিত্রের নাম রাজন্যা। সবশেষে এই চরিত্রে তাকে বেছে নেওয়ার জন্য জি-বাংলাকে ধন্যবাদও জানিয়েছেন অভিনেত্রী। এটি অভিনেত্রীর অনুরাগীদের জন্য সত্যিই সুখবর।