শোকের ছায়া গোটা সঙ্গীত মহলে। মাত্র ৫২ বছর বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। গায়কের অকাল প্রয়াণ যেন মেনে নিতে পারছেন না সঙ্গীত জগত। গ্য়াংস্টার ছবির ইয়া আলি…গান গেয়ে গোটা দেশের নজর কেড়ে নিয়েছিলেন অসম নিবাসী গায়ক জুবিন।
জানা গিয়েছে, সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়েছিলেন জুবেন। বৃহস্পতিবার সেখানেই পারফর্ম করার কথা ছিল জুবিনের। কিন্তু তাঁর আগে সিঙ্গাপুরে প্যারা গ্লাইডিং করতে যান জুবেন। জানা যায়, প্যারা গ্লাইডিং করার সময় হঠাৎ সমুদ্রের মধ্য়ে পড়ে যান তিনি।
বেশ কিছুক্ষণ অচৈতন্য অবস্থায় সমুদ্রের জলে ভাসতে থাকেন। খবর পেয়ে সিঙ্গাপুরের পুলিশ তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। পরে তাঁকে সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আইসিইউতে ছিলেন গায়ক। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন গায়ক।
মাত্র তিন বছর বয়স থেকেই মায়ের কাছে প্রথম সঙ্গীতের প্রশিক্ষণ শুরু করেন জুবিন। এরপর ১৯৯২ সালে পেশাগতভাবে গান গাওয়া শুরু করেন জুবিন। অহমিয়া সিনেমার পাশাপাশি বাংলা সিনেমাতেও প্রচুর গান গেয়েছেন জুবিন। ‘মন মানে না’, ‘পিয়া রে’ তাঁর জনপ্রিয় গান গুলি আজও বাঙালির মনে জায়গা করে নিয়েছে।
নেশাগ্রস্ত হয়ে মঞ্চে গান গাওয়ার কারণে বহুবার নানা কারণে বিতর্কেও জড়িয়েছেন জুবিন। দুর্দান্ত শিল্পী অথচ অনিয়ন্ত্রিত জীবনযাপন তাকে বিপদে ফেলেছে বহুবার। জুবিনের মৃত্যু সঙ্গীত জগতের একটি অপূরণীয় ক্ষতি হয়ে রইল।