গানের জগতে নেমে এসেছে শোকের ছায়া। চলে গেলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। সঙ্গীত দুনিয়ায় তাকে সকলে এক মানেই চেনেন। বিগত কয়েক দশক ধরে সুন্দর গান উপহার দিয়েছেন গায়ক। বেশ কয়েকটি জনপ্রিয় অ্যালবামও রয়েছে তার।
বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। দিন ১৫ আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন।
অবশেষে ১৩ জানুয়ারি আসামের নিজারাপুরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী। প্রয়াত আসামের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সমর হাজারিকা। মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৭৫। সম্পর্কে তিনি ভূপেন হাজারিকার ছোট ভাই।
অসমের সাংস্কৃতিক পরিসরের অন্যতম নাম ডাঃ ভূপেন হাজারিকা। সমর হাজারিকা তার জ্যেষ্ঠ ভ্রাতা ডঃ ভূপেন হাজারিকার সঙ্গীত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
ভূপেন হাজারিকাকে নিয়ে বিভিন্ন উদ্যোগের সঙ্গেও নিবিড় ভাবে জড়িত ছিলেন শিল্পী। পরিবারের তরফে শিল্পীর বোন মনীষা হাজারিকা বলেছেন, ‘এই ক্ষতির জন্য আমরা প্রস্তুত ছিলাম না।’ সমর হাজারিকার অকাল প্রয়াণ গোটা সঙ্গীত মহলে এক অপূরণীয় ক্ষতি।


