দুঃসংবাদ! দীর্ঘ লড়াই করেও শেষ রক্ষা হল না, চলে গেলেন জনপ্রিয় তারকা

প্রশান্ত তামাং

ফের খারাপ খবর! চলে গেলেন জনপ্রিয় তারকা। সংগীত ও চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। খুব অল্প বয়সেই বাবাকে হারিয়ে জীবনের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন তিনি। কর্মসূত্রে পুলিশের সঙ্গে যুক্ত থাকলেও সঙ্গীতের প্রতি তার ভালবাসা কখনও কমেনি। কলকাতা পুলিশের কর্মী থেকে শুরু করে গানের মঞ্চের মহাতারকা হয়ে ওঠার এই সফরটি ছিল যেন অনেকটা রূপকথার মতো।

সূত্রের খবর, অরুণাচলপ্রদেশে একটি গানের অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠান করে তিনি দিল্লিতে ফিরে এসেছিলেন। রবিবার দিল্লির বাড়িতেই থাকাকালীন আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়ক। প্রয়াত হলেন ‘ইন্ডিয়ান আইডল’ সিজন-৩ বিজয়ী জনপ্রিয় গায়ক এবং অভিনেতা প্রশান্ত তামাং।

২০০৭ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর মুকুট জয়ের পর রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন প্রশান্ত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর।

প্রশান্ত তামাংয়ের পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী গীতা থাপা এবং কন্যা আরিয়া। ২০১১ সালে নাগাল্যান্ডে গীতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। গায়কের অকাল প্রয়ানে পরিবার ও অনুরাগীরা গভীরভাবে শোকাহত।

দার্জিলিঙে জন্ম হয় প্রশান্তের। ছোটবেলা থেকেই গানের প্রতি অগাধ টান ছিল তাঁক। সেই সুবাদেই ইন্ডিয়ান আইডল ৩-এ অংশ নেন। নেপালি ভাষী এই শিল্পীর দাপট কেবল ভারতেই সীমাবদ্ধ ছিল না, নেপালেও তার অগণিত অনুরাগী রয়েছে। তার গাওয়া বহু নেপালি গান আজও শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলে।

গানের পাশাপাশি অভিনয়েও নজর কেড়েছিলে প্রশান্ত তামাং। তাকে দেখা গিয়েছিল ‘পাতাল লোক ২’ ওয়েব সিরিজে। এর পাশাপাশি নেপালি চলচ্চিত্র জগতেও নিজের ছাপ রেখেছিলেন প্রশান্ত। ‘গোর্খা পল্টন’, ‘পরদেশী’ এবং ‘পরদেশী ২’-এর মতো সফল নেপালি ছবিতে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল।

প্রশান্ত তামাং