দুঃসংবাদ! সংগীত জগতে নেমে এল শোকের ছায়া। অভিশপ্ত সন্ধ্যার দুর্ঘটনায় মাত্র ৩৫-এই নিভে গেল মৌমিতা দেবনাথের সুরেলা সফর। ২৫ জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার বুকে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা।
উলুবেড়িয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাউড়িয়া সিপাই পাড়ার বাসিন্দা মৌমিতা। আকাশবাণী বিবিধভারতী কলকাতার ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট সংগীত শিল্পী মৌমিতা দেবনাথ।
এদিন মৌমিতা বাইকের পিছনে বসে নিমদিঘিতে গানের স্কুলে ক্লাস নিতে যাচ্ছিলেন, সেই সময় বাগনান শ্যামবাজার রুটের একটি বাস পিছন থেকে বাইকটিকে ধাক্কা মারে। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ছিটকে পড়েন মৌমিতা। গুরুতর চোট লাগে তার।
স্থানীয়রা দ্রুত আহত শিল্পীকে উদ্ধার করে নিয়ে যান উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি, হাসপাতালে পৌছাতেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আকাশবাণী ও টিভির জনপ্রিয় সংগীত শিল্পীর অকালপ্রয়াণে শোকস্তব্ধ পরিবার, বন্ধুবান্ধব, ছাত্রছাত্রীরা।